না বুঝে কথা বলা ঠিক নয়, রামপালবিরোধীদের উদ্দেশে হাছান

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে যারা আন্দোলন করছেন, তাদের উদ্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘না বুঝে কথা বলা ঠিক নয়।’

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দ্বিমত থাকতে পারে। তবে আপনাদের জঙ্গিবিরোধী সমাবেশ না করে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।’

শুক্রবার ২৯ (জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মুক্তিযোদ্ধা ডা. মোশারফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান আরও বলেন, ‘রামপাল নিয়ে কি কথা বলার সময় এটা? দেশ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত তখন আপনারা জঙ্গি হামলার প্রতিবাদ সমাবেশ না করে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যাচ্ছেন। না বুঝে কথা বলা ঠিক নয়।’

দেশে সাম্প্রতিক জঙ্গিহামলার বিষয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যখন উন্নয়নে এগিয়ে যায়, তখন তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চলে আন্তর্জাতিক ষড়যন্ত্র। মুসলিম দেশগুলোতে আইএসের নামে জঙ্গিহামলা চলছে অথচ ইসরাইলে একটি পটকাও ফোটে না। এ থেকে বোঝা যায়, কারা এসব হামলার পেছনে বাতাস দিচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিলে জানা যাবে, কারা এসব হামলায় মদদ দিচ্ছে। কারা অর্থ দিচ্ছে। আসলে দেশে আইএস বলে কিছু নেই। এরা সামনে জেএমবি হরকাতুল জেহাদ, পেছনে বিএনপি-জামায়াত।’

কোনো প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট বাজারজাত করতে যেমন ব্যান্ডিং করে, তেমনি জেএমবি, হরকাতুল জেহাদ নিজেদের আইএস নামে প্রচার করছে’, বলেন সাবেক এ মন্ত্রী।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই