না ফেরার দেশে চলে গেলেন কবি রফিক আজাদ

মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার দুপুর ২টা ২১ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে শুক্রবার রাতেই তিনি মারা যান বলে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন। যদিও তার পরিবার ও চিকিৎসকরা অস্বীকৃতি জানান।

গত জানুয়ারিতে রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার বিকেলে তাকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী রফিক আজাদ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি।



মন্তব্য চালু নেই