না.গঞ্জে লতিফের বিরুদ্ধে মামলা, সমন জারি
পবিত্র হজ ও তাবলীগ নিয়ে মন্তব্যসহ ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বরখাস্তকৃত মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা হয়েছে। রোববার সকালে মামলাটি দায়েরের পর দুপুরে আদালত আগামী ৯ ডিসেম্বরের মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে স্ব-শরীরে হাজির হয়ে কারণ দর্শাতে সমন জারি করেন।
অ্যাডভোকেট শাহ মাজহার নামে একজন বিএনপি নেতা বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে মামলাটি করেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মাঈনউদ্দিন জানান, আদালত আর্জি গ্রহণ করে বিবাদী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন।
মন্তব্য চালু নেই