হাসিনা গডফাদারের মা

না.গঞ্জের ঘটনায় কর্নেল জিয়া জড়িত : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা হচ্ছেন গডফাদারের মা। তার কাছে থেকে ভালো কিছু আশা করা যায় না। গুমখুনের জন্য এই সরকারের আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে।’

রোববার রাতে গুলশানে নিজ কার্যালয়ে লক্ষ্মীপুর জেলার নিখোঁজ ও খুন হওয়া নেতাকর্মীদের আত্মীয়-স্বজনরা দেখা করতে এলে বেগম জিয়া এ কথা বলেন।

রাত সোয়া ৯টা থেকে স্বজনহারাদের কথা শুনছেন খালেদা জিয়া। পরে ১০টা ৫৫ থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত বক্তব্য রাখেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় কর্নেল জিয়াউল হাসান জড়িত। তাকে গ্রেপ্তার করতে হবে। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডের নামে জামাই আদর করা হচ্ছে। যদি প্রকৃত রিমান্ডে নেয়া হতো তাহলে তারা আরো উপরের নাম বলতো। এ ঘটনায় হাসিনাও জড়িত।’

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘অবিলম্বে ক্ষমতা ছেড়ে সবদলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করুন।’

‘আল্লাহ এদের বিচার করবেন, দুনিয়াতেও বিচার হবে।’ বিহারীপল্লীর ঘটনায় সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘মানুষকে ঘরের মধ্যে বন্দি করে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী গুণ্ডারা তাদের পুড়িয়ে মেরেছে। সুদিন বেশি দূরে নয়। আল্লাহ এদের বিচার করবেন। যতোদিন যাচ্ছে অবৈধ সরকার জনবিচ্ছিন্ন হচ্ছে।’



মন্তব্য চালু নেই