নায়েমে নতুন মহাপরিচালক
রাজধানীর গার্হস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইফফাত আরা নার্গিসকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া তিনটি কলেজে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ।
গার্হস্থ অর্থনীতি কলেজের রসায়নের অধ্যাপক শামছুন নাহার একই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া, নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক মো. শওকত আলীকে (সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলির আদেশাধীন) সিলেট টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এবং নওগাঁর জাহাঙ্গীর সরকারি কলেজের দর্শনের অধ্যাপক এস এম জিল্লুর রহমানকে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
একইসঙ্গে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মাহবুব আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলি করা হয়েছে।

































মন্তব্য চালু নেই