হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবু নগরী

নাস্তিকদের মৃত্যুদণ্ডের আইন চায় হেফাজত

নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাসের জন্য সরকারের প্রতি আবারও অহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী। শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া চট্টগ্রমের ঐতিহাসিক লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

জুনায়েদ বাবু নগরী বলেন, ‘এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানহ সব ধর্মের লোকজন বসবাস করতে পারবে কিন্তু কোনো নাস্তিক থাকতে পারবে না। আল্লাহ ও তার রাসূলের (স.) সানে বেয়াদবি করলে কারো ধরের (শরীর) সাথে মাথা থাকতে পারে না। কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই এর ফয়সালা সরকারের উপর ছেড়ে দিয়েছি।’

হেফাজতের চট্টগ্রাম উত্তর জেলা নেতা আল্লামা সফি উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমেদ, ফটিকছড়ি নানুপুর মাদরাসার মুহাদ্দিস আল্লামা কুতুব উদ্দিন, হাফেজ মহিউদ্দিনসহ অন্যান্য নেতারা।
এর আগে বিকেল ৩টায় পুলিশের কড়া নিরাপত্তর বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হয় আলোচিত সংগঠন হেফাজত ইসলামের দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিন। নগরীর লালদীঘির ময়দানে শুরু হওয়া এ সম্মেলনে ইতিমধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে।
পুলিশের শর্ত মানতে গিয়ে কড়া নিরাপত্তা এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর সম্মেলনে আগত হাজার হাজার অতিথি সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও আয়োজকদের।



মন্তব্য চালু নেই