নাসির হুসেনের প্রশংসায় নিজের আত্মজীবনীতে যা লিখেছেন শচীন টেন্ডুলকার

ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে বহু ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। কাছ থেকে দেখেছেন বিপক্ষ দলের অধিনায়কত্ব। আর তার চোখে বিপক্ষ দলের সেরা অধিনায়ক রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, ব্রায়ান লারা নন, তিনি ইংল্যান্ডের নাসির হুসেন।

ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে নিজের দেখা সেরা অধিনায়ক হিসেবে নাসিরের নাম উল্লেখ করেন তিনি।

নাসির হুসেনের অধিনায়কত্বের প্রশংসা করতে গিয়ে শচীন বলেন, ‘যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে অধিনায়ক হিসেবে নাসির হুসেন ছিলেন সবচেয়ে ভালো। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন।

ব্যাটসম্যান কোনও বিশেষ শট খেলার পর, নাসির ফিল্ডিং সাজাতো না। বরং ব্যাটসম্যান বিশেষ শট খেলার আগেই কোথায় কোনও ফিল্ডার রাখতে হবে, ও জানতো। সেই মতোই ফিল্ডিং সাজাতো।



মন্তব্য চালু নেই