নাসিরনগরে হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, নাসিরনগরে যারা হিন্দু বাড়িতে আগুন দিয়েছে তাদের ধরিয়ে দিতে পারলে বা তাদের ব্যাপারে নির্দিষ্ট তথ্য দিতে পারলে প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের বেশ কয়েকটি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর কয়েকদিন পর একই এলাকায় আবারও পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
হামলার ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে দুই হাজার ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে আরো দুটি মামলা করে।
ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে আলাদা দুটি এবং পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়।
এ ছাড়া গত শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের আইনি সহায়তা করবেন না সমিতির কোনো সদস্য।
মন্তব্য চালু নেই