নাসিরনগরে জনগণের নিরাপত্তায় সিসি ক্যামেরা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনগণের নিরাপত্তায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
সোমবার উপজেলা সদরের ২৭টি স্থানে এ ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়। বারবার মন্দির ও বাড়িঘরে হামলার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ও সহকারী পুলিশ সুপার (নবীনগর সাকেল) মো. আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার (নবীনগর সাকেল) আব্দুল করিম বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। সোমবার উপজেলা সদরের ২৭টি পয়েন্টে ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৫০টি স্থানে সিসি ক্যামেরা লাগানো হবে।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর থেকে চার দফা নাসিরনগরে মন্দির ও বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।
মন্তব্য চালু নেই