নাসিরনগরে আরো ৯জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আরো ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৫৩।

ঘটনার দিন অর্থাৎ গত ৩০ অক্টোবর হামলার ভিডিও ফুটেজ দেখে এবং আগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন ৯জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

নাসিরনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হামলার ঘটনায় করা দুটি মামলায় গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত নাসিরনগর উপজেলার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে যুবদলের এক নেতাসহ ৩৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তার আগে কয়েক দফায় ১১ জনকে গ্রেফতার করা হয়।

মুসলমানদের পবিত্র কাবাঘরের প্রতি অবমাননাসূচক এক ছবি ফেসবুকে পোস্ট করেছে রসরাজ দাস নামে স্থানীয় এক হিন্দু যুবক – এই অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ওই ঘটনা ঘটে। এরপর গত বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয় নাসিরনগর থানায়।



মন্তব্য চালু নেই