নাশকতা রুখতে প্রস্তুত ডিএমপি
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘কামারুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে রাজধানীতে যেন কেউ কোনো ধরনের নারশকতা করতে না পারে সেজন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এ নিয়ে নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘শুধু কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করেই নয়, বিএনপি-জামায়াতের কথিত অবরোধ, আসন্ন পহেলা বৈশাখ, ডিসিসি নির্বাচন নিয়েও যুক্ত নিরাপত্তা পরিকল্পনা রয়েছে ডিএমপির।’
আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিটি নির্বাচন নিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং যারা জামিনে নেই তাদেরকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।’
তিনি বলেন, ‘ডিসিসি উত্তর ও দক্ষিণের নির্বাচনে ৭ মেয়র প্রার্থী এবং ২৫০ জন কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
মন্তব্য চালু নেই