নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন আবেদন

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। আদালতে এ জামিন আবেদনের পক্ষে রয়েছেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে পল্টন থানায় এ মামলাগুলো দায়ের করে পুলিশ ।

আইনজীবী সগীর হোসেন লিওন জানান, ফখরুলকে এ তিন মামলায় গ্রেফতার দেখানো হয়নি। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।



মন্তব্য চালু নেই