রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন
নাশকতার আগুনে পুড়লো গুরুত্বপূর্ণ ফাইল!
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বিআরটিএর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে পার্শ্ববর্তী সিজেএম লাইব্রেরি রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ কাগজপত্র।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূচনা হয়। পরে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আগুনের কারণ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি নাশকতার আগুন হতে পারে। সেক্ষেত্রে তদন্ত করে ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বিআরটিএর গুদামে আকস্মিক আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই ওই আগুন পার্শ্ববর্তী সিজেএম লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই গুদাম ও সিজেএম লাইব্রেরির বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এসময় তাক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, যেখানে আগুনের সূত্রপাত হয়েছে সেটা বৈদ্যুতিৎ শর্টসার্কিটে হতে পারে না। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, সরকারবিরোধীরা জেলা প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নাশকতার অংশ হিসেবে এ আগুন লাগাতে পারে। যদি এমনটি হয় তাহলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মো. হাসিব আকন্দ দীপু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কেউ এ আগুন ইচ্ছকৃতভাবে লাগাতে পারে।
মহাখালী-ফকিরাপুল-পুরান ঢাকায় বাসে আগুন
অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী, ফকিরাপুল ও পুরান ঢাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর মধ্যে মহাখালী ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে। অন্যদিকে ফকিরাপুলে ইউনিক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় ৭টা ২৫ মিনিটের দিকে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে ‘ভিক্টোরিয়া পরিবহন’র একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, মহাখালী ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফকিরাপুলে গাড়িতে আগুন দেয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। জানা গেছে, ফকিরাপুলে ইউনিক পরিবহনের যাত্রী টানার বাসে আগুন দেয়া হয় ৭টা ২৫ মিনিটের দিকে। তবে আগুনে বাসের তেমন ক্ষতি হয়নি। পরিবহনটির অফিসের সামনেই বাসটি দাঁড়ানো ছিল। ফরিদা ইয়াসমিন জানান, রাজধানীর পুরান ঢাকায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে ‘ভিক্টোরিয়া পরিবহন’র একটি বাসে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নীলক্ষেতে পেট্রোল বোমা মেরে বাসে আগুন
বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনে রাজধানীর নীলক্ষেত মোড়ে একটি বাসে আগুন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গুলিস্তান থেকে মিরপুরগামী ‘নিউ সুপার সার্ভিস’ পরিবহনের বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা।
পেট্রোল বোমা দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নিলুফার ইয়াসমিন। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এর আগে বেলা ১২টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রবরব পরিবহনের ওই বাসটিতে আগুন দেয়া হয় বলে নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামসেদ আলম।
বনশ্রীতে বাসে আগুন
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রবরব পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামসেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি বলে জানান এসআই জামসেদ আলম।
উল্লেখ্য, গত সোমবার বিএনপি চেয়ারপারসনকে ভেতরে রেখে তার কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। দুপুরের পর বেগম জিয়া সমাবেশে যোগ দিতে যেতে চাইলেও তাকে যেতে দেয়া হয় না। এসময় ভেতর থেকে গেট খোলার জোর চেষ্টা চালানো হলে পুলিশকে পিপার স্প্রে করতে দেখা যায়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতর থেকেই বেগম জিয়া অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেন।
বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিন।
মন্তব্য চালু নেই