নার্সদের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে অবস্থান নেয়া নার্সদের ওপর পুলিশি হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন হাইকোর্টের এক আইনজীবী। আজ বৃহস্পতিবার বিকালে আইনজীবী জুলফিকার আলী ঝুনু সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে এই হামলার ঘটনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে অবস্থান নিতে গেলে আন্দোলনরত নার্সদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হন। নার্সরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ১৪০০ নার্সকে আসামি করে পুলিশ মামলা দায়ের করেছে।



মন্তব্য চালু নেই