নারী সার্জেন্টদের ঈদ সম্মানী দিলেন ডিএমপি কমিশনার

রাজধানীতে কর্মরত ২৩ নারী সার্জেন্টকে ঈদ সম্মানী দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার সকাল ১০টায় ডিএমপি সদর দপ্তরে ২৩ নারী সার্জেন্টদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তাদের হাতে ঈদ সম্মানী তুলেদেন ডিএমপি কমিশনার।

ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রেই নারীরা ট্রাফিক সেবায় নিয়োজিত থেকে জনসেবা করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

তিনি আরো বলেন, ‘পুরুষ সার্জেন্টের যে ক্ষমতা নারী সার্জেন্টদেরও একই ক্ষমতা। সুতরাং হীনমন্যতায় না ভোগে পেশাদারিত্বের মনমানসিকতা নিয়ে কাজ করলে নারী সার্জেন্টরাও এই পেশায় সফলতা দেখাতে পারবে।’

কমিশনার বলেন, ‘ডিএমপির এই ২৩ নারী সার্জেন্ট হলো ‘নারী সার্জেন্টের অগ্রদূত’। কারণ এই নারী সার্জেন্টরা এই পেশায় সফলতা দেখালে পরবর্তীতে অন্য নারীরাও এই পেশায় যোগদান করবে।’

ঈদ সম্মানীপ্রাপ্ত নারী সার্জেন্টরা হলেন- কাজল রেখা, পান্না আক্তার, তানজিলা খাতুন, হৈমন্তী সরকার, জেসিকা আক্তার, শিল্পী আক্তার, হাসিনা খাতুন, রেহেনা পারভীন, মহসিনা খাতুন, লিমা চিসিমা, ইসমতারা, শারমিন আক্তার জাহান, হ্যাপি বেগম, রাবেয়া আখতার, মৌসুমী আক্তা, মোর্শেদা, জিন্নাত রেহানা, রোজী আক্তার, শাহানা আক্তার, ময়না খাতুন, নাজিয়া আফরিন ও কাজল রেখা।



মন্তব্য চালু নেই