নারায়ণগঞ্জে মনির হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় ৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।

সোমাবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ আদালতের জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নিয়াজি আলম এ রায় ঘোষণা করেন।

২০০৮ সালের ২৫ জুলাই রূপগঞ্জের মনির হোসেন হত্যা মামলায় তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। রায় প্রদানকালে আসামিরা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সোলায়মান, রিপন, জাহাঙ্গীর, আকতার, রণি, ও আকতার হোসেন।

রাস্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কেএম ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন সবুজ।

উল্লেখ্য ২০০৮ সালের ২৫ জুলাই রাতে ব্যবসায়ীক কাজ শেষে মনির হোসেন রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে তার বাড়ি আড়াইহাজার যাওয়ার পথে হুড়গাঁও ভোলাইখাল এলাকায় তিনি ডাকাতদের কবলে পড়েন। এ সময় ডাকাতদল তার কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা নিয়ে যায়। ডাকাতিকালে নিহত মনির হোসেন ডাকাতদের চিনে ফেলায় ডাকাতদল তার হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়।

পরদিন ভোর বেলা মনিরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে ছিলেন।



মন্তব্য চালু নেই