নারায়ণগঞ্জে ট্রেনে আগুন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেনের দুটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দুটি বগিই পুড়ে যায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের মধ্যে রোববার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশনে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাত ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জে এসে পৌঁছায় ট্রেনটি। ট্রেন থেকে যাত্রীরা নেমে গেলে এতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১টা ৫ মিনিটে এটির আবার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
খবর পেয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, যাত্রীবেশী কেউ ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
মন্তব্য চালু নেই