নামাজের জন্য আজান জরুরি : কংগ্রেস নেতা

মুসলিম না হয়েও আজানের শব্দে ঘুম ভাঙবে কেন, প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম৷ তার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক গোটা দেশ জুড়ে৷ এবার সে প্রসঙ্গেই নিজের মত জানালেন সাতবারের নির্বাচিত সাংসদ ও কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ তার দাবি, নামাজের জন্য আজান জরুরি৷ কিন্তু তার জন্য লাউডস্পিকার মোটেও জরুরি নয়৷

টুইটারে সোনুর মন্তব্য সামনে আসামাত্র তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে৷ কেউ কেউ সোনুর টুইটকে অসহনশীল আখ্যা দিয়েছেন৷ কারও আবার মত, সোনু কোনও বিশেষ ধর্মের বিরোধিতা করেননি৷ ধর্মের নামে জোর করে অনুশাসন চাপিয়ে দেওয়া বা লাউডস্পিকার বাজানোরই বিরোধিতা করেছেন৷ পাল্টা প্রশ্ন ধেয়ে এসেছে তার দিকেও৷

ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু প্রশ্ন তুলেছিলেন, কীর্তন বা রামায়ণের সময়ও লাউডস্পিকার ব্যবহার করা হয়৷ তাহলে কি বিজেপি শাসিত রাজ্যগুলি এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সমর্থ হবে?

এদিকে নেটিজেনরা প্রিয়াঙ্কা চোপড়ার এক ভিডিওয় সোনুকে জবাব দিয়েছেন৷ যেখানে নায়িকা জানিয়েছিলেন, আজান শুনতে তার খুব ভাল লাগে৷ জনৈক নেটিজেনের আবার প্রশ্ন, এরপর রাতভর ধর্মীয় উৎসবে গান গাওয়ার অফার ফিরিয়ে সোনু যেন তার প্রতিবাদ জারি রাখেন৷

এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ তার দাবি, নামাজের জন্য আজান জরুরি৷ কিন্তু আজকাল প্রযুক্তি উন্নতি হয়েছে বলেই যে লাউডস্পিকার ব্যবহার করতে হবে, তার কোনও মানে নেই৷

ঠিক একইরকম প্রশ্ন তুলেছিলেন সোনু নিগমও৷ তার প্রশ্ন ছিল নবী হজরত মোহাম্মদ (সাঃ) সময় তো বিদ্যুৎ ছিল না৷ তাহলে লাউডস্পিকারের ব্যবহার কেন? এদিন আহমেদ প্যাটেলও আজানে লাউডস্পিকার ব্যবহার না করার পক্ষেই সায় দিলেন৷



মন্তব্য চালু নেই