নাভারণ-কলারোয়া-মুন্সিগঞ্জ রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে কলারোয়ায় মতবিনিময় সভা

নাভারণ-কলারোয়া-মুন্সিগঞ্জ রেল লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনুপ কুমার তালুকদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাভারণ-কলারোয়া-মুন্সিগঞ্জ রেল লাইনের সিনিয়র সোসিওলজিস্ট ড. বহিৃ শিখা দাস পুরকায়স্থ, সারভেয়ার মোছলেমা আক্তার মুন্নী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, অধ্যাপক এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভুট্টোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, সম মোরশেদ আলী, কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রকৌশলী আবেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, মাধ্যমিক শিা কর্মকর্তা আব্দুল হামিদ, আরডিও আশরাফ হোসেন, পরিসংখ্যান সাংবাদিক তাহের মাহমুদ সোহাগ, সাংবাদিক গোলাম রহমান, রাশেদুল হাসান কামরুল, জুলফিকার আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, রেললাইন স্থাপনের এখানে কোন প্রতিবন্ধকতা নেই। পরিবেশ বা সামাজিক কোন সমস্যা এর মাধ্যমে সৃষ্টি হওয়ারও কোন সম্ভাবনা নেই। বরং এগুলো আরো উন্নত হওয়ার সুযোগ রয়েছে। বক্তারা রেললাইনের রুট যাতে উপজেলার সবচেয়ে নিকটবর্তী ও সুবিধাজনক স্থান দিয়ে তৈরী করা হয় সে ব্যাপারে সংশিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। ইউএনও অনুপ কুমার তালুকদার বলেন, সাতীরায় রেল লাইন স্থাপন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকাভুক্ত প্রকল্প। নাভারন, কলারোয়া, কুলিয়া, পারুলিয়া হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত এ রেল লাইন বিস্তৃত হবে। এর ফলে এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। অল্প খরচে তাদের উৎপাদিত দ্রব্য বিভিন্ন জায়গায় নায্য মূল্যে পরিবহন করতে পারবে।



মন্তব্য চালু নেই