নানা আয়োজনে পালিত হলো মেহেরপুর মুক্ত দিবস

নানা আয়োজনে পালিত হলো মেহেরপুর মুক্ত দিবস । মেহেরপুর এর মুক্তিযোদ্ধা সংসদ স্মরণ করেছে মেহেরপুর মুক্ত দিবস। এ উপলক্ষ্যে রবিবার দুপুরে মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ এর নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি ¯তম্ভে শেষ হয়। সেখানে মুক্তিযুদ্ধে মেহেরপুর এর শহীদদের কবরে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে জেলা কমিনিউটি সেন্টারে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ , প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য মকবুল হোসেন, এবং সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক এ্যাডঃ মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, সদর থানা আওয়ামীলীগের সভাপতি জনাব গোলাম রসুল প্রমুখ।



মন্তব্য চালু নেই