নানা আয়োজনে পালিত হলো দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী
একরামুল কবীর, সাতক্ষীরা : নানা আয়োজনে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক কালের চিত্র পত্রিকার ৪র্থ প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা এলজিইডি অফিসের সামনে বর্নাঢ্য র্যা লির আয়োজন করা হয়। পরে এলজিইডি ভবনের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালের চিত্রের উপদেষ্টা সম্পাদক , সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনছুর আহমেদ.বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক এ এফ এম এহতেশামুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডা: সুশান্ত ঘোষ, সাংবাদিক আনিসুর রহিম, মমতাজ আহম্মেদ বাপী, আব্দুল বারী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক কালের চিত্রের বার্তা সম্পাদক মোজাফফর রহমান।
বক্তারা বলেন, দৈনিক কালের চিত্র দল, মত নির্বিশেষে গণমানুষের কথা বলে, অস্প্রদায়িক চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। অসহায় মানুষের পাশে থেকে পত্রিকাটি সামাজিক দায়িত্ব পালন করছে। তাই অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয় পত্রিকায় পরিনত হয়েছে দৈনিক কালের চিত্র।
অনুষ্ঠানে দৈনিক কালের চিত্রের বিভিন্ন এলাকার প্রতিনিধি ও সাতক্ষীরার গণমাধ্যম কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
মন্তব্য চালু নেই