নলতা শরীফে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
উপমহাদেশের শ্রেষ্ঠ সুফি সাধক শাহ ছুফি আলহাজ্ব হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ)-এর ১৪২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপি সপ্তাহের প্রতি শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পের ১ম দিন শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ দিন মেডিসিন, শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞরা রোগী দেখেন। পাক রওজা শরীফের খাদেম আলহাজ্ব আনছার উদ্দীন আহমেদ ও মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদের সার্বিক দিক নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কাজ পরিচালনা হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের ১ম দিনে প্রায় ৪শত ৫০ জন রোগী এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এম পি প্রতিষ্ঠিত নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশনের সহযোগিতায় ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোঃ আকছেদুর রহমানের পরিচালনায় ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের ফিল্ড অফিসার ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, ডা. ফজল মাহমুদ বাপী, ডা. সালমান, ডা. সুরাইয়া ইয়াসমিন, ডা. জিয়াউর রহমান, ডা. গোলাম নকীব, ডা. মেরিনা রহমান, ডা. আরিফুজ্জামান শিহাব. ডা. ইকবাল মাহমুদ পিয়াল, ডা. তাহসিনা আহমেদ, ডা. কানিজ ফতেমাসহ ১৩ জন অভিজ্ঞ চিকিৎসক। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী আগত সকল রোগীদেরকে ঔষধ কোম্পানি ইনসেপটা, রেনেটা ও এসিআই এর সৌজন্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই স্থানে একইভাবে আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল থেকে নাক-কান-গলা, চর্ম-যৌন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বলে কর্তৃপক্ষ জানান। ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবকগন সহযোগীতা করেন। সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন। এ ধরণের উদ্যোগেন সাথে সম্পৃক্ত হতে পেরে ডা. সুব্রত ঘোষ বেশ উচ্ছ্বাছিত এবং তিনি সাতক্ষীরার সমাজের সকল স্তরের মানুষদেরকে এই ধরণের উদ্যোগের সাথে সম্পৃক্ত হবার আহবান জানান। বিনামূল্যে সেবা গ্রহীতা সত্তর উর্ধ্ব বৃদ্ধা ছফুরা খাতুন বলেন তাদের মত গরীব মানুষেরা সারা বছর ধরে অপেক্ষা করেন এই মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণের জন্য। স্বেচ্ছাসেবক স্বাস্থ্য বিভাগে কর্মরত মো. রফিকুল ইসলাম মিন্টু বলেন হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ)-এর জীব সেবার আদর্শে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগের সাথে তার সম্পৃক্ততা।
মন্তব্য চালু নেই