এবার রাজধানীতেও হরতাল
ঢাকা মহানগরকে বাদ দিয়ে বুধবার বিকেলে ঢাকাসহ নয় জেলায় হরতালের ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। পরে সন্ধ্যায় আরেক ঘোষণায় রাজধানীতে ঢাকাকেও হরতালের অন্তর্ভূক্ত করে জোট। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এর আগে বিকেলে ফজলুল হক মিলন সই করা বিবৃতিতে মহানগর বাদে ঢাকা জেলা এবং এর আশপাশের আট জেলায় বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেয় ২০ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা, নির্যাতন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
হরতালের আওতাভূক্ত অন্য জেলাগুলো হলো গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ।
এর আগে ঢাকা মহানগরকে বাদ রেখে হরতালের ডাক দেয়া হয়।
সেই খবরটিও নিচে দেয়া হলো:
৯ জেলায় বৃহষ্পতিবার হরতাল, আওতামুক্ত ঢাকা মহানগর
মহানগর বাদে ঢাকা জেলা এবং এর আশপাশের আট জেলায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা, নির্যাতন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
বুধবার বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
ঢাকা মহানগর এই হরতালের আওতামুক্ত থাকবে। অন্য জেলাগুলো হলো গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ।
মন্তব্য চালু নেই