নববর্ষ উপলক্ষে জাবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় ছবি প্রদর্শনী’

শাহিনুর রহমান শাহিন: বাংলা নববর্ষ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী’ ২০১৭। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) আয়োজনে তৃতীয়বারের মতো এ বছরেও এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও তাদের জীবন আচরণকে ক্যামেরার চোখে ফুটিয়ে তুলতেই এ প্রদর্শনীর আয়োজন। আগামী ১২-১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হবে।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে প্রদর্শনীর জন্য ছবি আহ্বান করছে সংগঠনটি। আগামী ২৭ মার্চ পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, নির্বাচিত সেরা তিন ছবি পাবে ২০ হাজার টাকার পুরস্কার।



মন্তব্য চালু নেই