নববর্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
ইংরেজি নববর্ষ উদযাপন নিয়ে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বৃহস্পতিবার হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়েছে, গুলশান হামলার পর ১০ জুলাই জারি করা ভ্রমণ সতর্কতা এখনও বহাল রয়েছে। বাংলাদেশে উগ্রপন্থিদের হামলার ঝুঁকি অব্যাহত আছে।
তাই ছুটির দিনগুলোতে দেশটির নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে এবং বড় ধরনের গণজমায়েত এড়িয়ে চলতে বলেছে যুক্তরাষ্ট্র। সতর্কবার্তায় গত শনিবার ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের কথা উল্লেখ করা হয়েছে। সেখান থেকে বিস্ফোরক উদ্ধার এবং জঙ্গিরা নববর্ষে ঢাকায় হামলার পরিকল্পনা করেছিল বলে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য সংবাদ মাধ্যমে আসার কথাও তুলে ধরা হয়েছে।
মন্তব্য চালু নেই