নন্দিতার ব্যাপারে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ

স্কুল ছাত্রী নন্দিতা দেবীকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বয়ং শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ করলেন। রোববার সকালে পত্রিকায় খবরটি পড়ে সিলেট জেলা প্রশাসক ও সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেছে তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী সহপাঠীর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক ও বিষয়টিকে নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করে এরকম ঘটনা কঠোর হস্তে দমন করে পড়ালেখার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
এছাড়া স্কুলের প্রধান শিক্ষকসহ ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা ও আইনি সহযোগিতা দেয়ার আশ্বাস দেন তিনি।
এ কথা নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষামন্ত্রী নির্দেশের পর বখাটে মোশারফ হোসেন সাকিবকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সাকিবকে গ্রেপ্তার করা হবে।’
প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে সহপাঠী সাকিবের ছুরিকাঘাতে আহত হয় দশম শ্রেণীর ছাত্রী নন্দিতা দেবী।



মন্তব্য চালু নেই