নদীভাঙন রোধে ৫শ কোটি টাকা ঋণ দেবে নেদারল্যান্ডস
নদীভাঙন রোধে বাংলাদেশকে ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে নেদারল্যান্ডস।
সোমববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে তিনি বংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিজ লিওনি কিউলেন’র সঙ্গে বৈঠক করেন।
তোফায়েল বলেন, ‘নেদারল্যান্ডস আমাদের পোশাক শিল্পে ও কৃষি ক্ষেত্রে সহায়তা দিচ্ছে। এখন তারা নদীভাঙন রোধে ৪শ থেকে ৫শ কোটি টাকা ঋণ দিতে আগ্রহী।’
‘বিশেষ করে ভোলাসহ দেশের দক্ষিণাঞ্চলের তাদের সহযোগিতায় নদীভাঙন রোধ করা সম্ভব হবে’ বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।’
তোফায়েল আহমেদ বলেন, ‘রানা প্লাজা ধ্বসে নেদারল্যান্ডস আর্থিক সহায়তা করেছে। তারা ও যুক্তরাজ্য মিলে ২২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। তৈরি পোশাক কারখানা গুলো অগ্নি নিরোধক করতে সহায়তা দিয়েছে দেশটি।’
এছাড়া গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, পানিসহ অন্যান্য ক্ষেত্রে নেদারল্যান্ডস সহায়তা দেবে বলে জানান মন্ত্রী।
মন্তব্য চালু নেই