এমপিওভুক্ত শিক্ষকদের

নতুন স্কেলের বেতন নিয়ে দোটানায় শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী নতুন জাতীয় স্কেলে বেতন কবে হাতে পাবেন, তা এখনো নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শিক্ষক-কর্মচারীদের কিছু জানানো সম্ভব হচ্ছে না।

এ নিয়ে সারা দেশের প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারি দুশ্চিন্তায় আছেন। এঁদের অনেকে আমাদের কাছে ফোন করে নতুন স্কেলে বেতন হাতে না পাওয়ায় ক্ষোভের কথা জানিয়েছেন। তবে মার্চ মাসের বেতনের সাথে নতুন স্কেল দেওয়ার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় ।

এ বিষয়ে শিক্ষাসচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, তাঁরা আশা করছেন শিগগিরই এ বিষয়টি সুরাহা হবে এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার জনান, এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় নয়, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এখানে বড় আকারের অর্থের সংশ্লেষ আছে। তবে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। শিক্ষক-কর্মচারীরা যাতে মার্চ মাসের বেতন নতুন স্কেলে পেতে পারেন, এ জন্য চেষ্টা চলছে।

কর্মকর্তারা আরো জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দুশ্চিন্তার কিছু নেই। তাঁরা গত ১ জুলাই থেকেই নতুন স্কেলে বেতন পাবেন। যখনই কার্যকর হোক না কেন, আগের মাসগুলোর বেতন বকেয়া হিসেবে পাবেন।

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শত ভাগ সরকার থেকে পেয়ে থাকেন। এসব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বাবদ প্রতি মাসে রাষ্ট্রের ব্যয় হয় ৬০০ কোটির কিছু বেশি টাকা। নতুন স্কেলে বেতন দেয়া হলে প্রতি মাসে আরও প্রায় ৪০০ কোটি টাকা লাগবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দৈনিকশিক্ষা



মন্তব্য চালু নেই