নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন শফিউল হক
সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাসদরে শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ জুন থেকে তিন বছরের জন্য আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সদ্য প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার স্থলাভিষিক্ত হলেন।
এর আগে সকালে জেনারেল ইকবাল করিম ভূইয়া নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। সে সময় সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।
নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।
মন্তব্য চালু নেই