নতুন সঙ্গী পেলেন কাইলি জেনার
মার্কিন টিভি রিয়ালিটি তারকা কাইলি জেনার ও তার বয়ফ্রেন্ডের টিগার সাথে অবশেষে প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একটি সূত্র থেকে জানা যায়, টিগাকে অন্য অনেক মেয়ের সাথে ঘুরতে দেখে কাইলি এই সম্পর্ক থেকে সরে আসেন। আর সেই জায়গায় কাইলি স্থান দিয়েছেন আরেকজনকে। সম্প্রতি শীর্ষস্থানীয় গায়ক হ্যারি হাডসনের সাথে কাইলিকে দেখা যাচ্ছে।
কিছুদিন আগে হ্যারি ও কাইলিকে একসাথে লস অ্যাঞ্জেলসে শপিং করতে দেখা গেছে বলে দাবি করছে মিডিয়া। তাদের ঘনিষ্ঠতা টিগা স্ক্যান্ডালে আরেকমাত্রা যোগ করেছে।
মন্তব্য চালু নেই