নতুন মুদ্রানীতি ঘোষণা

চলতি অর্থবছরের (২০১৪-১৫) দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) নতুন মুদ্রানীতি ঘোষণা করছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে আগামী ছয় মাসের জন্য এ মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে।

এর আগে নতুন মুদ্রানীতির ধরন এবং মুদ্রা ও ঋণ সরবরাহের কর্মসূচি ঠিক করতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রাক্তন গভর্নর, ব্যাংকার, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের (স্টেকহোল্ডার) মতামত নেওয়া হয়েছে। মতামত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদেরও।

মূল্যস্ফীতি যাতে সহনীয় থাকে সে প্রচেষ্টাও থাকবে নয়া মুদ্রানীতিতে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতেও দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই