নতুন ভবনে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস, সকল কার্যক্রম বন্ধ
নতুন ভবনে সরিয়ে নেওয়া হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম।
গতকাল সোমবার ডেপুটি হাই-কমিশনার ফয়সল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০১৬ থেকে ৩ জানুয়ারি ২০১৭ পর্যন্ত হাই-কমিশনের কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, এর মধ্যেই ফাইলপত্রসহ সব কিছু নতুন ভবনে স্থানান্তর করে আগামী ৪ জানুয়ারী ২০১৭ বুধবার থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু হবে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগ্রহীরা জরুরি কোন প্রয়োজনে নিম্নোক্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
পরিচিতিপত্র ও রিলেশনশিপ সনদপত্রের জন্যে-
মোঃ তাছির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোবাইলঃ ০১৬২৫৫৮৩৫৬
পাসপোর্ট সংশোধন,ড্রাইভিং লাইসেন্স ও নথিপত্র সত্যায়নের জন্য-
মোঃ মাহমুদ মিয়া, ব্যক্তিগত কর্মকর্তা মোবাইলঃ ০১৪৬০৫১১৩৪
ডিজিটাল পাসপোর্ট (এমআরপি) সংক্রান্ত প্রয়োজনে-
সুশান্ত সরকার,অফিস সহকারি মোবাইলঃ ০১৭৩১৮৮৫৪২
প্রবাসী বাংলাদেশিদের কোন দুর্ঘটনা কিংবা মৃত্যুসংক্রান্ত বিষয়ে-
আফরোজা আক্তার, অফিস সহকারি মোবাইলঃ ০১০২৮৩৯৯৫৪
ট্রাভেল পারমিটের জন্যে-
মোঃ মোকছেদ আলী,কল্যাণ সহকারি মোবাইলঃ ০১২৩৬৫৬৫৪০
মন্তব্য চালু নেই