নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন অবসরপ্রাপ্তরাও
মন্ত্রিসভায় অনুমোদিত নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করবেন প্রজাতন্ত্রের কর্মরত ১১ লাখ কর্মকর্তা-কর্মচারী। সেই সঙ্গে বঞ্চিত হবেন না অবসরে যাওয়া ২ লাখ জনও। তাদের অবসর ভাতা (পেনশন) বেড়েছে ১০ শতাংশ। অর্থাৎ ২০০৯ সালের বেতন কাঠামো অনুয়ায়ী মূল বেতনের ৮০ শতাংশ পেনশন পেতেন সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কমকর্তা-কর্মচারীরা। এখন থেকে তারা ৯০ শতাংশ হারে পাবেন।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অবসরের সময় মূল বেতনের ৮০ শতাংশ পেনশন পেত। এখন থেকে নতুন বেতন কাঠামো অনুয়ায়ী ৯০ শতাংশ পাবেন।
এদিকে, বর্তমানে চাকরির বয়স ১০ বছর না হলে কেউ পেনশন পাওয়ার যোগ্য হতেন না। নতুন বেতনকাঠামোতে পাঁচ বছরে করা হয়েছে।
এছাড়া, চাকরির বয়স ৫ বছর হলে পেনশনের হার বেতনের ২০ শতাংশ, ৬ বছরের ক্ষেত্রে ২৪ শতাংশ, ৭ বছরে ২৮, এভাবে ১২ বছরে ৪৮, ১৩ বছরে ৫২, ২০ বছরে ৮০, এবং ২৫ বছর ও তার বেশির ক্ষেত্রে ৯০ শতাংশ হারে পেনশন পাওয়ার বিধান করা হয়েছে।
এছাড়া পেনশনের ৫০ শতাংশ বাধ্যতামূলক সমর্পণ বা এককালীন তুলে নেয়ার বিধান রাখা হয়েছে আর বাকি ৫০ শতাংশ মাসিক কিংবা একবারেও তুলে নিতে পারবেন পেনশন ভোগী।
মন্তব্য চালু নেই