নতুন বছরেই ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার শেষ

নতুন বছরের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকাজ শেষ করার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
রোববার জাতীয় সংসদে এ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সুরঞ্জিত বলেন, ‘প্রথমে এ মামলার আদালত সপ্তাহে একদিন করে বসতো। আইনমন্ত্রী বলার পরে তিনদিন করে আদলত বসছে। কিন্তু আমরা পাঁচদিন করে আদালত বসার জন্য সুপারিশ করেছি, যাতে দ্রুত এ মামলা নিষ্পত্তি করা যায়।’
তিনি আরো বলেন, ‘কমিটির প্রত্যেক বৈঠকে মামলার অগ্রগতি নিয়ে অবহিত করা জন্য মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয়েছে, যাতে করে অগ্রগতি সম্পর্কে জেনে কমিটি পরবর্তী সুপারিশ করতে পারে।’
সুরঞ্জিত জানান, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত কোনো মামলার রায় ঘোষণার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে অনেক দিন লেগে যায়। এ জন্য কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। পূর্ণাঙ্গ রায় যাতে দ্রুত প্রকাশ করা হয় সেজন্যও তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।



মন্তব্য চালু নেই