সাউন্ডবাংলা কিডস গার্ডেন-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
নতুন প্রজন্ম শুধু রাজনীতি বা অর্থনীতি-ই নয়, শিক্ষানীতিতেও অগ্রণী ভূমিকা রাখছে
প্রেস বিজ্ঞপ্তি: সাউন্ডবাংলা কিডস গার্ডেন-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নতুন প্রজন্ম শুধু রাজনীতি বা অর্থনীতি-ই নয়; শিক্ষানীতিতেও অগ্রণী ভূমিকা রাখছে। তাদের শিক্ষানীতির হাত ধরে সারাদেশে শিক্ষার অগ্রগতি সত্যি-ই আশার আলো জ্বালছে। সেই আলোতে যুদ্ধাপরাধী-জামায়াত-শিবির-সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাদের অন্ধকার দূর হবে বলে আশা করছি।
৪ জানুয়ারী সকাল ১০ টায় খিলগাঁওয়ের নেওয়াজবাগস্থ সাউন্ডবাংলা কিডস গার্ডেন-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। আয়োজনে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কলামিস্ট ও রাজনীতিক জেড এম কামরুল আনাম। উদ্বোধন করেন শিক্ষানুরাগী মো. খোরশেদ আলম। সাউন্ডবাংলা কিডস গার্ডেন-এর প্রিন্সিপাল কথাশিল্পী শান্তা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন নতুন প্রজন্মের রাজনীতিক ও কলামিস্ট মোমিন মেহেদী, আলহাজ্ব মো. আ. আজিজ, মওলানা আবদুর রাকিব, এডভোকেট ফারুক আহমেদ. খালেদা ইয়াসমিন সুমী, বনি হাসান প্রমুখ।
প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল খালেদা ইয়াসমিন সুমী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
মন্তব্য চালু নেই