নতুন চ্যালেঞ্জ নিয়ে সতর্ক টাইগাররা

নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে শনিবার মিরপুরে জিম্বাবুয়ের সঙ্গে টেস্টে মুখোমুখি হচ্ছে টাইগাররা।  ঘরের মাঠে প্রথমবার টানা তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলবে তারা। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম।  নতুন এই চ্যালেঞ্জকে সামনে নিয়ে সতর্ক বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

এর আগে টাইগারদের মাত্র দুইবার তিন ম্যাচের টেস্ট সিরিজি খেলার অভিজ্ঞতা আছে।  ২০০৩ সালে পাকিস্তানে মাটিতে প্রথমবার তিন ম্যাচের টেস্ট সিরিজে সবগুলো ম্যাচেই হারে বাংলাদেশ।  এরপর ২০০৭ সালে লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে দ্বিতীয়বার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল।  সেই সফরেও বাংলাদেশে সাফল্য ছিল শূন্য।  দীর্ঘ সময় পর নিজেদের মাঠে প্রথমবার তিন ম্যাচের টেস্ট সিরিজটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তাই একটা চ্যালেঞ্জ।

নিজের মাঠে প্রথম বার তিন টেস্ট সিরিজ নিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘এমনিতেই আমরা টেস্ট ম্যাচ কম খেলি। তারপর আবার তিন ম্যাচের টেস্ট সিরিজ।  সেটাও আবার নিজের মাঠে।  তাই আমি মনে করি আমাদের জন্য এটা চ্যালেঞ্জ সিরিজ বিশেষ করে বোলারদের জন্য।  তবে সবার মধ্যে ভালো করার চেষ্টা থাকতে হবে।’

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অনেক দিন পর টেস্ট সিরিজ জেতার সুযোগ।  তাছাড়া এ সিরিজে বাংলাদেশের র‌্যাঙ্কিং এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।  সব মিলে কোন চাপ থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘আমরা কিন্তু গত এক বছরে ভালো করতে পারিনি।  তাই আমি মনে করি এ সিরিজে আমাদের রেজাল্ট ভালো করা। রেজাল্ট ভালো করতে পারলেতো র‌্যাংকিংয়ে উন্নতি আসবেই।  তাছাড়া আমি মনে করি আমাদের সবার আগে জয় প্রয়োজন।’ এছাড়া তিনি বলেন,‘ নাসির হোসেন ব্যর্থতার কারণে দল থেকে বাদ পরেছে।  এটা আমাদের অন্য খেলোয়াড়দের জন্য সতর্কবার্তা।’



মন্তব্য চালু নেই