নতুন ইতিহাস গড়ল আমিরের ‘দঙ্গল’

তাঁর ছবি বড়পর্দায় যখনই আসে, তখনই কিছু না কিছু নতুন নজির তৈরি হয়৷ তবে এবার অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেলেন মিস্টার পারফেকশনিস্ট৷ ভারতীয় সিনেমার ইতিহাস এত বছরে যা দেখেনি, তার সাক্ষী হল ‘দঙ্গল’-এর হাত ধরে৷ দেশ ও আন্তর্জাতিক বাজারে রেকর্ড অঙ্কের ব্যবসা করে ফেলেছে আমির খানের এই ছবি।

প্রথম ভারতীয় হিন্দি ছবি হিসেবে তিন সপ্তাহে ৩৫০ কোটির মাইলস্টোন টপকাতে চলেছে ‘দঙ্গল’৷ ৩৪৫.৩০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে এই ছবি৷ হরিয়ানার কুস্তিগির মহাবীর সিং ফোগাট এবং তাঁর দুই মেয়ে গীতা ও ববিতার জীবনকাহিনি মন ছুঁয়ে গেছে সিনেপ্রেমীদের৷ সেই কারণেই ছবি মুক্তির ১৭দিন পরেও হলমুখী দর্শক৷ আমিরের অভিনয় দেখতে আগ্রহে এতটুকু ভাটা পড়েনি৷ শনিবার এই ছবির বক্স অফিস কালেকশন ১৪.৩৩ কোটি টাকা৷ যা এর আগে কোনো ছবি করে দেখাতে পারেনি৷ শুধু দেশেই নয়, বিদেশেও রমরমিয়ে চলছে ছবিটি৷ ইতিমধ্যেই ১৮০.৫৮ রুপির ব্যবসা করে ফেলেছে নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’৷

প্রতিবারই নিজের রেকর্ড নিজেই ছাপিয়ে যান আমির৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ ২০১৪-য় মুক্তি পাওয়া ‘পিকে’-কে এবার টপকে গেলেন তিনি৷ বেকর্ড অঙ্কের ব্যবসা করা সালমান খানের বজরঙ্গি ভাইজান এবং সুলতানকেও পেছনে ফেলে দিয়েছে এই ছবি৷ ছবির সমালোচক থেকে দর্শক, এত বড় সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন আমির। -সংবাদ প্রতিদিন।



মন্তব্য চালু নেই