নতুন অতিথির নাম নিয়ে সাকিব-শিশিরের লুকোচুরি
বাবা হচ্ছেন সাকিব, এ কথা জানা গিয়েছিল কয়েক দিন আগে। সোমবার জানালেন, নামও ঠিক করা হয়েছে।
‘ইনশাআল্লাহ, নভেম্বরে আসছে আমাদের প্রথম সন্তান’- নিজ মুখে খুশির সংবাদটা জানালেও কী নাম রেখেছেন তা এখনই বলতে চান না। শুধু বললেন, ‘সময় হলেই সব জানতে পারবেন।’
সন্তান আসার আগে দুজনেই ব্যবসায় মন দিয়েছেন। এ বিষয়ে শিশির বললেন, ‘দেশের বাইরে থাকায় খুব একটা কিছু করা হয়নি। তবে বিদেশে থেকেও রেস্টুরেন্টের সাজ-সজ্জায় সাকিবকে সাহায্য করেছি’।
মন্তব্য চালু নেই