নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র ভাসানী স্মরণ সভা অনুষ্ঠিত
নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী’র সভাপতিত্বে ‘তারুণ্যের রাজনীতিতে ভাসানীর অবদান’ শীর্ষক ভাসানী স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তোপখানা রোডস্থ কার্যালয়ে অদ্য সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র উপদেষ্টা পর্ষদ সদস্য ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র প্রেসিডিয়াম মেম্বার বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, মানিক চক্রবর্তী, হারুণ মুহাম্মদ, ভারপ্রাপ্ত মহাসচিব শেখ খোকন, কৃষাণী সভার সভাপতি শিপ্রা রাণী মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির সভাপতি ফরহাদুল ইসলাম কামাল ও মাহমুদ হাসান তাহের। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনায় অংশ নেন ধর্মধারা’র আহবায়ক মাওলানা আবু হানিফ নেছারী, যুগ্ম আহবায়ক নিন্মি রোজারিও জয় নারায়ন বড়–য়া।
এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে কোনকালেই মওলানা ভাসানীর আদর্শ-চেতনা বাস্তবায়নের সুযোগ দেয়া হয়নি। যে কারনে যুগে যুগে নতুন প্রজন্ম পথভ্রস্ট হয়েছে। আমরা রাজনীতির নাতে সকল অপরাজনীতি বন্ধের মধ্য দিয়ে আবারো মওলানা ভাসানীর অসমাপ্ত কাজকে আলোর মুখ দেখানোর জন্য নিবেদিত থেকে কাজ করবো।
মন্তব্য চালু নেই