নজিপুর পৌরসভা নির্বাচনে ২জনের মেয়র প্রার্থীতা বাতিল

নির্বাচন কমিশনের তারিখ অনুযায়ী মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিনে রবিবার নওগাঁর পততলা উপজেলা সদর নজিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২জন, সাধারন কাউন্সিলর পদে ১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১জনের মনোনয়ন পত্র বাতিল করেছে উপজেলা নির্বাচন কমিশন অফিস।

উপজেলা নির্বাচন কমিশন অফিস সুত্রে জানাগেছে, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামীলীগের প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু, বিএনপির প্রার্থী হিসাবে বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজগর আলী ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী মন্ডল সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে ৩৭জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন কমিশনের তারিখ অনুযায়ী মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন রবিবার মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজগর আলী ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী মন্ডলের প্রার্থীতা বাতিল সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে ৩৭জনের মধ্যে ১জনের ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জনের মধ্যে ১জনের মনোনয়ন পত্র বাতিল করেছে।

আগামী ১৩ডিসেম্বর/১৫ রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আর নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর/১৫ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন জানান।

অপরদিকে উপজেলা নির্বাচন কমিশন অফিসের বাতিলকৃত প্রার্থীরা জানান বাতিলের বিপক্ষে আপিল করার সুযোগ থাকায় তারা এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপিল করবেন।



মন্তব্য চালু নেই