নজরুল সাহিত্য মানবতা ও সাম্যের কবি : ইসরাফিল আলম এমপি

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্য ও সাংস্কৃতিতে এক অনন্য সাধারণ নাম। তিনি শিল্প সাহিত্যে সাংস্কৃতি নৃত্যে মানবতা সাম্যের প্রতিবাদের ও প্রেমের যে গান গেয়ে গেছেন তা আমাদের জাতির জন্য অমূল্য সম্পদ। এই কবির জম্মজয়ন্তীতে উপজেলা পর্যায় সহ গ্রাম-বাংলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতি-সামাজিক সংগঠনের মধ্যে বিস্তৃত করতে পারলেই তাকে জাতীয় কবির যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব। গতকাল সোমবার বিকেল ৪টায় মহিলা অর্নাস কলেজ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জম্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রানীনগর নজরুল জম্মজয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠীত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ, শের-এ বাংলা কলেজের অধ্যক্ষ মোফ্ফাখার হোসেন পথিক, মহিলা অর্নাস কলেজে অধ্যক্ষ মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ। পরে উপজেলা শিল্প কলা একাডেমির শিল্পরা মনোজ্ঞ নজরুল সংগীত পরিবেশন করে।



মন্তব্য চালু নেই