নগ্ন হয়ে ঘুরার ছাড়পত্র দিলো জার্মানি!
আমার শরীর। আমার ইচ্ছা। আমি পোশাক পরব, কি না পরব সেটা আমার ব্যাপার। সত্যি বলতে নগ্ন থাকতেই আমি বেশি স্বচ্ছন্দবোধ করি। কিন্তু নগ্ন হয়তো আর ঘরের বাইরে প্রকাশ্যে বের হওয়া যায় না। নিয়ম বলে শরীর অনাবৃত রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এমনটাই আফসোস ইউরোপের বেশ কিছু সংগঠনের সঙ্গে জড়িতদের।
শরীর অনাবৃত রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না সেই নিয়মটাই তুলে দিল জার্মান সরকার। জার্মানির মিউনিখ ছটি অঞ্চলে নগ্ন হয়ে ঘোরার ছাড়পত্র দেওয়া হল। জার্মানির অন্যতম বড় শহরে মিউনিখে এই ৬টি অঞ্চলের নাম দেওয়া হল ` আরবান ন্যাকেড জোনস` (urban naked zones)। এই ছটি জোনে যে কেউ যে কোনও পোশাকে এমনকী নগ্ন হয়েও চলাফেরা করতে পারবে। একটি নির্দেশিকা জারি করে মিউনিখ শহরের ওই ৬টি অঞ্চলের নাম উল্লেখ করে লেখা হল, যে কেউ যে কোনও ভাবে এখানে ঘুরতে পারবে। নগ্ন হয়ে ঘুরলেও এখানে গ্রেফতার হওয়ার ভয় নেই। নগ্ন হলে নিরাপত্তারও অভাব হবে না বলে জানানো হয়েছে। যে ছটি জায়গাকে নগ্ন অঞ্চল বলা হয়েছে তার মধ্যে একটি মিউনিখ শহর থেকে মিনিট দশেক দূরে একটি পার্কে।
মন্তব্য চালু নেই