নগ্ন হতে সমস্যা হয়নি শাইলিনের (ভিডিও)

সিনেমা মুক্তির আগেই সংবাদ মাধ্যমের সামনে সাহসি বক্তব্য রাখলেন হলিউডের নবাগত নায়িকা শাইলিন উডলি। হোয়াইট বার্ড ইন আ ব্লিজার্ড সিনেমাটি মুক্তির আগে সংবাদ মাধ্যমের সামনে যথেষ্ট সাবলীল ছিলেন তিনি।

মেকি, শেখানো বুলি না আউড়ে সাংবাদিকের প্রশ্নের মোকাবিলায় সোজা-সাপ্টা উত্তর দিলেন শাইলিন। প্রথম সিনেমাতে অভিনয় করতে এসেই ক্যামেরার সামনে নগ্ন হতে হয়েছে তাকে। তবে তা নিয়ে কোনও রকম দ্বিধায় ভোগেননি তিনি।

শাইলিন স্পষ্ট জানিয়েছেন, নগ্ন দৃশ্যে অভিনয় করতে দারুণ লেগেছে তার। তিনি বলেন, ‘দৃশ্যটিতে অভিনয় করার সময় আমাদের শরীরে কোনো মেকআপ ছিল না। আর তার দরকারই বা কি? আমার বয়স তো মাত্র ২২ বছর। শরীরের গঠনও নিখুঁত। তাই নিয়ে অযথা জড়সড় হওয়া মূর্খামি। আমার বাবা-মা পরে ওই দৃশ্য দেখে প্রশংসাই করেছেন।’

দেখুন : হোয়াইট বার্ড ইন আ ব্লিজার্ড-এর ট্রেইলার



মন্তব্য চালু নেই