নগ্ন শরীরে একটা আঙুল দিয়ে নিজের গোপনাঙ্গ ঢাকতে গিয়ে একি হলো

সোশ্যাল মিডিয়াতে নতুন চ্যালেঞ্জ ‘One Finger Selfie! এই চ্যালেঞ্জ আর পাঁচটা চ্যালেঞ্জের থেকে অনেক বেশি সাহসী। কিন্তু তাতে কি? চ্যালেঞ্জ বলে কথা। আর সেই চ্যালেঞ্জ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সবাই নিজেদের ছবি তুলছে আয়নার সামনে দাঁড়িয়ে আর সোশ্যাল মিডিয়াতে তা আপলোড করছে। ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর যে যাই বলুক না কেন সাহস দেখানোর জন্যে বাহবা দিতেই হবে…

কিন্তু ভাবছেন তো ছবি তোলার সঙ্গে সাহসের কি রয়েছে? রয়েছে! ছবি যেমন তেমন ভাবে তুললে হবে না। পুরো নগ্ন হয়ে শুধু একটা আঙুলের সাহায্যে ঢাকতে হবে নিজের গোপনাঙ্গ! নিন এবার চ্যালেঞ্জ…!!! আপনি তো অনেক কিছু ভেবে এগিয়ে আসতেই পারেন। কিন্তু জেন-y কিন্তু এত কিছু ভাবতে মোটেই রাজি নয়। আয়নার সামনে ঠিক এভাবে সম্পূর্ণ নগ্ন দাঁড়িয়ে ছবি তুলছেন অনেকেই। শুধু ছবি তোলা নয় সোশ্যাল মিডিয়াতেও ‘One Finger Selfie চ্যালেঞ্জ রীতিমত ভাইরাল।

জাপান থেকে শুরু হয় এই চ্যালেঞ্জ। ধীরে ধীরে তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছ এখন। এক আর্টিস্টের মাথা থেকে এহেন চ্যালেঞ্জ নেওয়ার বুদ্ধি প্রথম আসে



মন্তব্য চালু নেই