নগর পিতার আসনে বসলেন সাঈদ খোকন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে নগর পিতার আসনে বসলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একেবারেই সাদামাটা পোশাকে নগর ভবনে আসেন তিনি। এসময় প্রধান গেট থেকে কার্যালয় পর্যন্ত এখানকার কর্মকর্তা, কর্মচারী, দলীয় নেতা-কর্মী ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।

মরহুম পিতা হানিফকে অনুসরণ করে পশ্চিমমূখী হয়ে নিজ আসনে বসেন তিনি। বাবার অসাপ্ত কাজ সম্পন্নের কথা জানিয়ে তিনি বলেন, আমার বাবা নগরবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমিও নগরবাসীর জন্যই জীবন উৎসর্গ করতে চাই। রাজনীতির ঊর্ধ্বে দল-মত নির্বিশেষে বিশেষ করে বিরোধীদলসহ সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নগরবাসীর সর্বোচ্চে সেবা দিয়ে নিষ্কোলুশ একটি সিটি করপোরেশন গড়তে চাই। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরিচয় পর্ব শেষে কাউন্সিলদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।



মন্তব্য চালু নেই