নগরের উন্নয়নে বিশেষ বরাদ্দ চান ঢাকার দুই মেয়র
নগরের উন্নয়নে রাজধানী ঢাকার দুই মেয়রই সরকারের কাছে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন। এদিকে দুই মেয়রের এমন দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠককালে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন এমন দাবি জানালে অর্থমন্ত্রী এ দাবি বিবেচনার আশ্বাস দেন।
বৈঠক শেষে দুই মেয়রই সাংবাদিকদের জানান, এখন তাদের এলাকা বেড়েছে। বাড়তি এলাকায় নাগরিক সেবা নিশ্চিত করতে বাড়তি টাকা দরকার। এই কারণেই তারা অর্থমন্ত্রীর কাছে বিশেষ থোক বরাদ্দ চেয়েছেন।
মন্তব্য চালু নেই