নকল গ্লুকোজ ও ক্যান্ডির কারখানায় অভিযান আটক ১

রাজশাহী নগরের মীর্জাপুরে নকল গ্লুকোজ ডি ও ক্যান্ডি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক আবু জাহেরকে (৫২) অর্থদন্ডা ও কারাদন্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর।

আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে সঙ্গে নিয়ে মীর্জাপুর এলাকায় জাহেরের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়ির ভেতরে কারখানার সন্ধান পাওয়া যায়।

কারখানা থেকে নকল গ্লুকোজ ডি ও ক্যান্ডি তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ গ্লুকোজ ডি, ম্যাঙ্গো অরোভিট ও চকলেট জব্দ করা হয়।

এসময় আবু জাহেরকে নকল পণ্য উৎপাদনের দায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও নগদ দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয় তাকে।



মন্তব্য চালু নেই