নওগাঁ সীমান্ত থেকে শিক্ষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে দিয়ারাপাড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক আকবর আলীকে (৪৮) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তিনি পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামের হানিফ খানের ছেলে।
নওগাঁর নীতপুর কোম্পানী কমান্ডার সুবেদার রহমতুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীতপুর সীমান্তের ২৩১/৩/এস সংলগ্ন নিজের জমিতে ধানক্ষেত দেখতে যান। এ সময় ভারতের ৬০ ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আকবর আলীকে ধরে নিয়ে যায়। আকবর আলীকে ফেরত আনার জন্য ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে রাতেই চিঠি দেওয়া হয়েছে।
চিঠির জবাবে তারা জানিয়েছেন, রাতেই দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রধান শিক্ষককে ফেরত দেয়া হবে। তবে রাত ১১টা পর্যন্ত তাকে ফেরত দেয়া হয়নি।
মন্তব্য চালু নেই