নওগাঁয় বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি’র ক্যাডার আবুল হোসেন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোররাতে উপজেলার বিহারীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাউসদ জানান, ২০০৪ সালে জেএমবি’র উত্থানের পর বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করেন আবুল হোসেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।

ওসি জানান, দীর্ঘদিন ধরে আবুল হোসেন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



মন্তব্য চালু নেই