নওগাঁর রাণীনগরে ফুটবল টুর্ণামেন্ট: আবাদপুকুর ট্রাক সমিতি চাম্পিয়ন

রাণীনগর উপজেলার করজগ্রাম “আলোর ডাকে” উদ্যোগে ফুটবল ফাইনাল খেলায় নির্দিষ্ট সময়ে ফলাফল শূন্য থাকায় ট্রাইব্রেকারে লোহাচুড়া যুব সংঘ সমিতিকে ২-৪ গোলে হারিয়ে আবাদপুকুর ট্রাক সমিতি চাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেলে কালীগ্রাম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান এর সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন, কালীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তাফিজুর রহমান,কালীগ্রাম সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর ওহাব চাঁন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়র হোসেন। ও একডালা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমীন, ওয়ার্ড মেম্বার আবু বক্কর সিদ্দিক বাচ্চূ ও সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ এলাকার মাতবর ও গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র অনুষ্ঠানের সভাপতি কালীগ্রাম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান।

কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে রাণীনগরের মানুষ
বৃষ্টির পর শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ৫দিন ধরে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে নওগাঁর রাণীনগরের মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন, শিশু ও বৃদ্ধরা পড়েছে চরম বিপাকে। কনকনে ঠান্ডা বাতাস আর শৈত্য প্রবাহে পশু-পাখিসহ প্রকৃতিতে চরম বিপর্যস্ত এনে দিয়েছে। প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি শ্বাসকষ্ট, এলার্জি, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। বোরো মওসুম শুরু হলেও কনকনে ঠান্ডায় মাঠে কাজ করতে পারছেনা কুষকরা। উপজেলার বিভিন্ন হাটবাজারে শীত কাপড়ের চাহিদা বেড়ে গেছে। মানুষ খড়-কুটা জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে।



মন্তব্য চালু নেই